শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে বাংলাদেশ শিক্ষক সমিতির আহবায়ক কমিটি বাগেরহাটে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতাল অংশীজনের সভা অনুষ্ঠিত বাগেরহাটে সিটিজেন টাউন হল মিটিং অনুষ্ঠিত বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা বাগেরহাটে সক্ষমতা বৃদ্ধিমূলক দুইদিন ব্যাপী প্রশিক্ষন শুরু বাগেরহাটে ই-জিপি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত সমন্বয় করে কাজ করলে দেশে কোন দরিদ্র মানুষ থাকবে না -মহাপরিচালক, এনজিও ব্যুরো কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার পিএইচডি ডিগ্রি অর্জন বাগেরহাটে জীবন বীমা কর্পোরেশনের ৫০ বছর পূর্তিতে আলোচনা সভা ( ভিডিও)




বর্তমান সরকার শিক্ষা বিস্তারে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে – সালাম মূর্শেদী এমপি

রূপসা (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

খুলনা-৪ আসনের সংসদ সদস্য বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বিস্তারে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছেন। তারই ধারাবাহিকতায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল হাজিরার আওতায় আনার পরিকল্পনা হাতে নিয়েছে। যাতে উন্নত দেশের সাথে তালমিলিয়ে দেশের শিক্ষা ব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন ঘটানো যায়। তিনি শুক্রবার (৫ জুলাই) সকাল ১০ টায় রূপসার জাবুসা নবীনগর ইসলামিক মিশন মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার সময়ের প্রয়োজনীয়তা অনুভব করে শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. এম এম মুজিবুর রহমান, রূপসা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, রূপসা থানা অফিসার ইনচার্জ মোল­া জাকির হোসেন, জেলা কৃষকলীগ সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামীলীগ সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ ফ. ম. আ সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম ডাবলু।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এস এম আরিজউল্লাহ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, ইউপি সদস্য বাবর আলী, প্রধান শিক্ষক অশোক কুমার মজুমদার, রবিউল ইসলাম লিটু, আ. গফ্ফার, রবিউল ইসলাম বিশ্বাস, দেলোয়ার হোসেন দিলু, মো. মিজানুর রহমান, ফরিদ শেখ, মো. কবির বিশ্বাস, মো. রবিউল ইসলাম, নাসির হোসেন সজল, শিক্ষক এস এ রহিম প্রমূখ।
অপরদিকে বেলা সাড়ে ১১ টায় রূপসা মহিলা কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। কলেজ অধ্যক্ষ আতাহার আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. এম এম মুজিবুর রহমান, রূপসা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমান, জাতীয় ক্রীড়াবিদ আজাদ আবুল কালাম, জেলা কৃষকলীগ সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামীলীগ সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ ফ. ম. আ সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম ডাবলু, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন মুকুল। অনুষ্ঠানে বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, আ’লীগ নেতা ইমদাদুল ইসলাম, এস এম হাবিব, মোস্তাফিজুর রহমান মোস্তাক, কামাল হোসেন বুলবুল, রবিউল ইসলাম বিশ্বাস, সাবেক চেয়ারম্যান খান শাহজাহান কবির প্যারিস, শিক্ষক হায়দার আলী, র“হুল আমিন রবি, প্রভাষক আসাদুজ্জামান, মো. ওয়াহিদুজ্জামান, দীনবন্ধু বর্ন্ধন, দিপক কুমার দে, নাসির হোসেন সজল, হামীম কবির র“বেল, বাবু মোল­া, আ. রশিদ, সরদার জসিম উদ্দিন, গোলাম মোস্তফা, মনির হোসেন মোল্ল­া, ফ.ম ওহিদুল ইসলাম, মেহেবুবা মারিন ঐশি, আসাদুজ্জামান শেখ, দেলোয়ার হোসেন দিলু, বাদশা মিয়া, মানিকুল ইসলাম, শেখ জিয়া উদ্দিন জিয়া, আইয়ুব খান প্রমুখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765