স্বাস্থ্য সেবায় যুবদের অধিকার নিশ্চিত করতে বাগেরহাটে দিনব্যাপি যুব স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে ও একশনএইড বাংলাদেশের সহযোগীতায় শহরের শালতলা এলাকায় আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় স্বাস্থ্য সেবা নিয়ে কুইজ, আবৃত্তি, রচনা প্রতিযোগীতা ও যুব স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন নাটক প্রদর্শন করা হয়। বাঁধনের এফোরআই প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খোন্দকার মুশফিকুল ইসলামের পরিচালনায় সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু। পরে বাগেরহাট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা ও অতিথিবৃন্দ মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টাল পরিদর্শন করেন।
বিকাল ৩টার মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সির্ভিল সার্জন জি,কে,এম শামসুজ্জামান। বাঁধনের নির্বাহী পরিচালক এসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, মেডিকেল অফিসার প্রদীপ কুমার বকশী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবা আইরিন। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।