রূপসা থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা শনিবার সকালে অনুষ্ঠিত হয়। র্যালিটি থানা চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও থানা চত্বরে এসে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
রূপসা থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সরদার ইব্রাহিম হোসেন সোহেলের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, সদর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, জেলা যুবলীগের সহ-সভাপতি আজিজুল হক কাজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. মোতালেব হোসেন, উপজেলা আওয়ামলীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, দপ্তর সম্পাদক অধ্যাপক আল মামুন সরকার, যুবলীগ নেতা আবু আহাদ হাফিজ বাবু, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজিব দাশ টাল্টু, এসআই ইন্দ্রোজিৎ মল্লিক, এসআই ইব্রাহিম, এসআই রাজিউর, প্যানেল চেয়ারম্যান বিনয় কৃষ্ণ হালদার, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, খান আ. জব্বার শিবলী, আওয়ামীলীগ নেতা শেখ সাইদুর রহমান, মনি সঙ্কর নাগ প্রমুখ।