খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরের হোটেল আব্বাসের মালিক সেলীম মোড়লের ছেলে আকরামকে (২৫) ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব । শনিবার দুপুর ২টার দিকে চুকনগর শহরের খুলনা রোডস্থ আব্বাস হোটেলের ২য় শাখায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গত কয়েকদিন ধরে র্যাবের গোয়েন্দা টিমের কয়েকজন সদস্য আজগরের নিকট থেকে ইয়াবা ট্যাবলেট কেনার অভিনয় করে আসছিল। সে মোতাবেক শনিবার বেলা ১টার দিকে ক্রেতা সেজে সাদা পোষাকে র্যাব-৬ এর তিন সদস্য আব্বাস হোটেলে আসেন। এ সময় তারা ক্যাশ টেবিলে বসে থাকা হোটেল মালিক সেলিম মোড়লের ছেলেে আকরামের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এক পর্যায়ে আকরাম র্যাব সদস্যকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে র্যাব-৬ এর অতিরিক্ত ফোর্স এসে তাকে গ্রেফতার করে।
র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর আশরাফ সাংবাদিকদের বলেন, আকরাম হোটেলের কর্মচারী বিজয়ের মাধ্যমে সাতক্ষীরা থেকে ইয়াবার চালান এনে এখানে বসে বিক্রি করে বলে স্বীকার করেছে।