বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে বাগেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার ব্যানারে বাগেরহাট আলিয়া মাদ্রাসার সামনে উক্ত বিক্ষোভ মিছিল আনুষ্ঠিত হয়। মিছিলটি মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে রেল রোডস্থ গোল-চত্বর প্রদক্ষিণ করে আবার মাদ্রাসা গেটে গিয়ে সংক্ষিপ্ত আলোচনায় যুক্ত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সেক্রেটারী মোঃ আল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস. এম সামিউল ইসলাম সুমন, যুবনেতা মাহফুজুর রহমানসহ অনান্যরা।
এসময়, শিক্ষাঙ্গনে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস নির্মূল, মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থাসহ নানাবিধ দাবী উত্থাপন করেন তারা। পরে,আবরার ফাহাদের আত্মার প্রতি শান্তি কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।