খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গত ১০ বছরে দেশের সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশের কোন মানুষের এখন আর অভাব নেই। অথচ এমন এক সময় ছিল যখন, মানুষ কোথাও বেড়াতে গেলে জামা ও গহনা ধার করতে হতো। বেশিরভাগ মানুষের তেমন কোন সক্ষমতা ছিল না। এক সময় দেশে বিদ্যুতের প্রকট সংকট ছিলো। আগামী বছর দেশে ২১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। তখন দেশের কোথাও আর বিদ্যুৎ যাবে না। এখন কোথাও কুড়ে ঘর বা গোলপাতার ঘর নেই। কয়েক বছর পর টিনের ঘর পাওয়া যাবে না। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে।
আমরা সীমান্ত, মহাকাশ ও সমুদ্র জয় করেছি। ঘরে বাইরে সব খানে উন্নয়ন হয়েছে। কিন্তু ভবিষ্যতে যারা এ দেশে নেতৃত্ব দেবে তারা আজ বিপদগামী। মাদকের মত ক্যান্সার এদেশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। বাঁধাগ্রস্থ করছে দেশের উন্নয়ন কর্মকান্ড। মঙ্গলবার সকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদ চত্তরে এবং বিকালে ফকিরহাট উপজেলার আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জঙ্গীবাদ, সন্ত্রাস, নাশকতা, দুনীতি, বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক প্রতিরোধসহ মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাদক প্রতিরোধ করা না গেলে দেশের কাক্সিখত উন্নয়ন ও সমাজে শান্তি আসবে না। তিনি ঐশীর উদাহরণ দিয়ে বলেন, মাদকাসক্তের কারণে পুলিশ দম্পতিকে নিজ সন্তানের হাতে প্রাণ দিতে হয়েছে। পরিবারের কেউ মাদকাসক্ত হলে সেই পরিবারে শান্তি থাকে না। বিয়ে-শাদি হতে চায় না, বিচ্ছেদের পরিমাণ বেড়ে যায়, দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয়। সন্তানকে মানুষ করতে না পারলে পিতা-মাতার জীবন বৃথা।
পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক পিতা-মাতা উল্লেখ করে তিনি বলেন, পরিবারে শান্তির জন্য সবার সঙ্গে সু-সম্পর্ক প্রয়োজন। সন্তানকে মানুষের মত মানুষ করার জন্য পিতা-মাতাকে দায়িত্বশীল হতে হবে। তিনি মাদক থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।
মোল্লাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, মোল্লাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বুলু শেখ সহকারী, পুলিশ সুপার ছয়রুদ্দিন আহম্মেদ, ভাইচ চেয়ারম্যান সেলিম রেজা, রুবিয়া বেগম, ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, অধ্যক্ষ এলএ, জাকির হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস প্রমুখ।

ফকিরহাটে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া
অপরদিকে ফকিরহাট উপজেলা প্রশাসন আয়োজনে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশেও বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, সহকারি কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, সহকারি পুলিশ সুপার ছয়রুদ্দিন আহম্মেদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ বুলু শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম প্রমুখ।
অনুষ্ঠানে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর-মুক্তিযোদ্ধা, রাজনীতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।