বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মৌলভীবাজারে অবরুদ্ধ থাকায় মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি জামায়াত প্রার্থী




বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কৃতি সন্তান মো. রিয়াজুল ইসলাম বলেছেন, আমরা এ বিজয়ে আপনারাও বিজয়ের অংশীদার। এই বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মোরেলগঞ্জের নব্বইরশী বাসস্ট্যান্ডে আয়োজিত গনসংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি মো. রিয়াজুল ইসলাম এ কথা বলেন।

 

উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে গনসংবর্ধনা সভায় রিয়াজুল ইসলাম আরো বলেন, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র ও সমাজ গঠনের স্বপ্ন দেখি, যেখানে কাউকে ফ্যামিলি কার্ডের টাকার ওপর নির্ভর করে চলতে হবে না। প্রত্যেক নাগরিক সম্মানের সঙ্গে জীবনযাপন করবে।

 

উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত গনসংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম।

 

তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলাকে আধুনিক শহরে রূপান্তর করা হবে।

 

তিনি আরও বলেন, “সুপেয় পানির ব্যবস্থা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, লুটপাট, ঘের দখল ও চাঁদাবাজির রাজনীতির অবসান ঘটাতে জনগণ এখন পরিবর্তন চায়। মানুষ আর দুর্নীতি ও দুঃশাসনের রাজনীতি দেখতে চায় না।”

 

সভায় অন্যান্যেদের মধ্যে রাখেন, অধ্যাপক মো. শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য মো. বেল্লাল হোসেন অপু, হাফেজ সুলতান আহম্মেদ, পৌর আমির রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ, উপজেলা সাধারণ সম্পাদক মাকসুদ আলী খান, জামায়াত নেতা নাসির উদ্দিন, মহিবুল্লাহ রফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সভা শেষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডে গিয়ে শেষ হয়। সেখানে পৃথক এক অনুষ্ঠানে নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765