সুন্দরবন দস্যুমুক্ত ঘোষনার প্রথম বার্ষিকী শুক্রবার (১ নভেম্বর)। গত বছরের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ৬টি বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সুন্দরবনকে দস্যুমুক্ত’র ঘোষনা দেন। র্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ান (র্যাব) সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষনার প্রথম বার্ষিকী পালনে বাগেরহাট শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।
শুক্রবার সকালে বর্ষপূর্তির অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামছুল হক টুকু এমপি, স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ মোজাম্মেল হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য গ্লোরিনা ঝর্ণা সরকার, স্বরাস্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে র্যাব।

খুলনা র্যাব-৬ এর সহকারী পরিচালক এএসপি মোঃ শাহিনুল ইসলাম শাহিন জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বাগেরহাটে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তারা সকাল ৯টায় বাগেরহাটের নতুন পুলিশ লাইনের হেলিপ্যাডে অবতরণ করবেন। সেখান থেকে সার্কিট হাউজ হয়ে শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে আসবেন। অপরদিকে ১২ জন সংসদ সদস্যসহ অন্য অতিথিদের হেলিকপ্টারটি অবতরণ করবে খানজাহান আলী কলেজ মাঠে।

তিনি আরো বলেন, সুন্দরবনে দস্যুতার উপর নির্মানাধীন চলচিত্র “অপারেশন সুন্দরবন” এর অভিনয় শিল্পিরা এই অনুষ্ঠানে আসবেন। অনুষ্ঠানে প্রোজেক্টরের মাধ্যমে “অপারেশন সুন্দরবন” এর ট্রেইলার দেখানো হবে।সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষনার প্রথম বার্ষিকীর অনুষ্ঠানে স্বাভাবিক জীবনে ফেরা আত্মসমর্পণকৃত সকল বনদস্যুদের দেয়া হবে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী।

এক সময়ে সুন্দরবন দাঁপিয়ে বেড়ানো বনদস্যু বাহিনীগুলোর মধ্যে সর্বপ্রথম র্যাবের আহবানে সাড়া দিয়ে আত্মসমর্পণে এগিয়ে আসে মাস্টার বাহিনী প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারসহ ৯ বনদস্যু। ২০১৫ সালের ৩১ মে বাগেরহাটের মোংলা বন্দরের ফুয়েল জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে ৫০টি আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার রাউন্ড গোলাবারুদ জমা দিয়ে তার আত্মসমর্পণ করেন।

এরপর পর্যায়ত্রেমে বনদস্যু মানজার বাহিনী, মজিদ বাহিনী, বড় ভাই বাহিনী, ভাই-ভাই বাহিনী, সুমন বাহিনী, দাদা ভাই বাহিনী, হান্নান বাহিনী, আমির বাহিনী, মুন্না বাহিনী, ছোট শামছু বাহিনী, মানজু বাহিনী, সূর্য বাহিনীসহ ২৬টি বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করে। সর্বশেষ গত বছরের ১ নভেম্বর বাগেরহাট স্টেডিয়ামে সত্তার বাহিনী, শরিফ বাহিনী, সিদ্দিক বাহিনী, আল-আমিন বাহিনী, আনারুল বাহিনী ও তৈয়ব বাহিনীর বনদস্যুরা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকৃত ৩২টি বাহিনী প্রধানসহ সর্বমোট ৩২৮ বনদস্যু সদস্য আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। তারা র্যাবের হাতে তুলে দেয় ৪৬২টি আগ্নেয়াস্ত্র ও ৩৩ হাজর ৫০৪ রাউন্ড গোলাবারুদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গত বছরের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার পর ম্যানগ্রোভ এই বনে বইছে শান্তির সুবাতাস। বনদস্যুদের হাত থেকে রক্ষা পেয়েছে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড এই বনের জীববৈচিত্র্য। বন্ধ হয়েছে জেলে-বনজীবীদের মুক্তিপনের দাবীতে অপহরণ ও দেশী-বিদেশি চোরাকারবারীদের চাহিদা মতো হরিণ, বাঘ-কুমির শিকার ও পাচার। পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলাভূমির হিংস্র রয়েল বেঙ্গল টাইগার- কুমির ও কিংকোবরাও হাফছেড়ে বাচেঁ বনদস্যুদের হাত থেকে।
ভিডিও দেখুন