জাতীয় যুব দিবসে বাগেরহাটে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সাংস্কৃতিক ফাউন্ডেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ কামরুল ইসলাম, বাগেরহাট বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আশিষ কুমার মন্ডল, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, মনিরুজ্জামান শামিম, আ: জব্বার, সরদার শুকুর আহম্মেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে যুব ঋণের চেক ও যুব ক্যান তহবিলের চেক বিতরণ এবং যুব কার্যক্রমের উপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।