বাগেরহাট পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌরসভার শহররক্ষা বাঁধের কাঠপট্টি এলাকায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মুকিত ঝন্টু।
৫নং ওয়ার্ড আওয়ালী লীগের সভাপতি মীর ইমতিয়াজ আলী লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের যুগ-সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, যুগ-সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, শ্রম বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আজাদ ফিরোজ টিপু, তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক আহাদ উদ্দীন হায়দার, বাগেরহাট চেম্বারের সহ-সভাপতি সরদার ওমর ফারুক, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট জেলা পরিষদের সদস্য শরিফা খানম, ইব্রাহিম মোল্লা, পৌর কাউন্সিলর শামীম আহসান, আবুল হাসেম শিপন, তানিয়া খাতুন, যুবলীগ নেতা হুমায়ুন কবির পলি প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি দূর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। সকলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
সভার শুরুতে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী রাজিয়া নাসেরের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে কাউন্সিলরদের ভোটে এ্যাড. ফয়সাল আরেফিন সভাপতি এবং সরদার নাসিরুল আলম ডাব্লু সাধারন সম্পাদক নির্বাচিত হন।