বাগেরহাটের চিতলমারীতে করোনার সংক্রমন রোধে ঘরে থাকা ৭ শতাধিক কর্মহীন অসচ্ছল পরিবার ও ভ্যান চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পৃষ্ঠপোষকতায় চিতলমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীনের উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার সকালে চিতলমারী সদর ইউনিয়নের বারাশিয়া এলাকায় খাদ্য সমাগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, উপজেলা ভাইস চেয়াম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, সাধারণ সম্পাদক এস এম এস সোয়েল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ প্রমুখ।
অতিথিবৃন্দ বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় মানুষ ঘরের মধ্যে অবস্থান করছে। তাই এসব কর্মহীন মানুষের মাঝে অভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে চিতলমারীতে সরকারী ভাবে সহায়তার পাশাপাশি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত তহবিল থেকেও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এছাড়া সমাজের বিত্তবান মানুষও অসহায়দের পাশে দাড়িয়েছে।
চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীনের সাত শতাধিক অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। এটি একটি মহতি উদ্যোগ। সমাজের অন্য বিত্তবানেরাও এভাবে এগিয়ে আসবেন বলে আশা করেন বক্তারা।
পরে প্যাকেটে করে চাল, ডাল, লবন, আলুসহ নিত্য প্রয়োজনীয় পন্য সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার কর্মহীন পরিবারের বাড়ি পৌছে দেয়া হয়।