ময়মনসিংহের ভালুকা উপজেলায় কাজ শেষে বাসায় ফেরার পথে এক পোশাককর্মীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতের এ ঘটনায় স্থানীয় এমকে ফিলিং ষ্টেশনের ম্যানেজারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিনি এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ষণ চেষ্টার মামলায় এম কে ফিলিং ষ্টেশনের ম্যানেজার ও এক ফিলিংম্যানকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পাম্পের ম্যানেজার পার্শ্ববতী গফরগাঁও উপজেলার পাগলা থানার দিঘিরপাড় গ্রামের আবুল হোসেনের ছেলে নাজমুল ইসলাম (২৫) এবং দুই ফিলিংম্যান খাইরুল (২১) ও নাজমুল হক (২২) ধর্ষণের চেষ্টা করেছিল।
পুলিশ আরও জানায়, বিষয়টি নিয়ে মামলার পর ভালুকা মডেল থানার পুলিশ রাতেই অভিযান চালিয়ে ম্যানেজার নাজমুল ইসলাম ও ফিলিংম্যান নাজমুল হককে গ্রেফতার করেছে।