ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সকালে একটি মাহেন্দ্র গাড়ি যাত্রী নিয়ে শহর থেকে কালীগঞ্জে যাচ্ছিল। একটি ট্রাক পেছন থেকে মাহেন্দ্রটিকে ধাক্কা দিলে গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।