খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় রোজিনা (৩৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে তিনি মারা যান। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার মোঃ খায়রুল ইসলামের স্ত্রী। এ নিয়ে ডেঙ্গুতে খুলনায় ১৪ জনের মৃত্যু হলো।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস (আরপি) জানান, বৃহস্পতিবার ভোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে খুমেকে ভর্তি হন রোজিনা। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।