সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সয়দাবাদ বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ‘নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।’