সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যা মামলায় ফাঁসাতে অপচেষ্টার অভিযোগ

 

খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামের নিহত সারজিল ইসলাম সংগ্রাম এর মা খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালকে পরিকল্পিতভাবে মামলায় ফাঁসানোর অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় রূপসা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বাগমারা গ্রামবাসীর পক্ষে মো. আজিজুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৬ সেপ্টেম্বর পূর্ব রূপসার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন সড়কের হিমায়ন বরফ কলের অদুরে বাগমারা গ্রামের মুজিবর রহমানের একমাত্র ছেলে মো. সারজিল ইসলাম সংগ্রাম দিন দুপুরে খুন হয়। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এ হত্যাকান্ডে জড়িত খুনীরা দৃষ্টান্তমূলক শাস্তিপাক তা আমরা প্রত্যেকে কামনা করি। অথচ আলোচিত এ হত্যাকান্ডকে পুঁজি করে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মামলার বাদী নিহতের মা মোছা. সাবিনা ইয়াসমিন মিলিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমরা এলাকাবাসী অনেকেই জানি মোবাইল চুরির ঘটনার জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। অথচ হত্যাকান্ডের সাথে সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালের কোন সম্পর্ক না থাকলেও তাকে ওই মামলায় জড়ানোর ঘৃন্ন চক্রান্ত করা হচ্ছে। যার ধারাবাহিকতায় নিহতের মা গত ২৪ অক্টোবর বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে তিনি মোস্তফা কামালকে হত্যাকান্ডের পরিকল্পনাকারী ও গড়ফাদার দাবী করেন। এমনকি মামলার বাদী উদ্দেশ্যমূলকভাবে মোস্তফা কামালের বিরুদ্ধে নানা প্রকার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেন। অভিযোগে মোস্তফা কামালের বিরুদ্ধে মিলি বেগমের উত্থাপিত অপরাধ খতিয়ানে তার দ্বারা নির্যাতনের শিকার হয়েছে এমন কিছু ব্যক্তির নাম উল্লেখ করেছেন। সেই সব ব্যক্তিরাও সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানাতে উপস্থিত হয়েছেন। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, প্রশাসনকে বিভ্রান্ত করার পাশাপাশি হত্যা মামলাকে পুঁজি করে এলাকার একটি কু-চক্রিমহল ফায়দা লুটছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. মহিউদ্দীন শেখ, আলহাজ্ব মো. সাখাওয়াত শেখ, আলহাজ্ব সুরমান শেখ, আলহাজ্ব মাওলানা ফজলুল করীম, মো. আব্দুস সাত্তার শেখ, আবু আহাদ হাফিজ বাবু, ইউপি সদস্য আব্দুস সালাম শেখ, মো. হারুন শেখ, বাকী বিল্লাহ, ইস্রাইল শেখ, ইব্রাহিম শেখ, মো. রবিউল ইসলাম, মো. হাফিজুর রহমান, মো. গোলাম মোস্তফা, আব্দুস সালাম শেখ, নজরুল ইসলাম সানা, মো. আব্দুল হাকিম, শেখ, শরিফুল ইসলাম, সোহেল শেখ, লিটন হাওলাদার, রেজাউল ও আবুজার হোসেন বাবুসহ শতাধীক গ্রামবাসী।