সাংবাদিকের প্রশ্নের কড়া সমালোচনায় ট্রাম্প, বললেন ‘জঘন্য’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিউ ইয়র্কে যৌথ সংবাদ সম্মেলন করেছেন। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে প্রথম প্রশ্নটিতে জানতে চাওয়া হয়, নিজ দেশের পরিস্থিতিতে পদত্যাগ করবেন কিনা বরিস জনসন।

এসময় ওই সাংবাদিকের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এমন প্রশ্নকে জঘন্য বলে আখ্যায়িত করেছেন। তবে প্রশ্নের জবাবে বরিস জনসন বলেছেন, আমি আগেও বলেছি। চলুন আবারো পরিষ্কার করে বলি। আমাদেরকে ব্রেক্সিট সম্পন্ন করতে হবে। আগামী ৩১ শে অক্টোবরের মধ্যে আমাদেরকে তা করতে হবে।