শরীয়তপুরে বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
শরীয়তপুরে ৫৯ বোদতল বিদেশী মদসহ ৩ মাদকব্যবসায়ীকে আটক করেছে সন্তেষপুর ফাড়ির পুলিশ। এ ঘটনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি প্রাইভেটকারে করে ৫৯ বোতল বিদেশী মদ নিয়ে যাওয়ার সময় শরীয়তপুর সদর উপজেলার সন্তোষপুর ফাড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি আটক করে। এ সময় গাড়ি তল্লাশী করে গাড়ির ভিতরে বিদেশী ৫৯ বোতল মদ পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় ।আটককৃতরা হচ্ছে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের অতুল বাড়ৈর ছেলে বাবুল বাড়ৈ(৩০) দিলীপ হাজরার ছেলে দেবাশীষ হাজরা(৩১) রাজৈর উপজেলার আমবাগানের নিশিকান্তের ছেলে নিবাস বাড়ৈ (২৫)। এ ঘটনায় পালং মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে আসামীদেরকে শনিবার কোর্টে সোপর্দ করা হয়েছে।
সন্তেষপুর ফাড়ির ইনচার্জ আসলাম মিয়া বলেন, একটি প্রাইভেটকারে করে তিন মাদক ব্যবসায়ী বিদেশী মদ নিয়ে যাওয়ার সময় ৫৯ বোতল মদসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পালং মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
পালং মডেল থানার ওসি মোঃ আসলাম উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে।