শরীয়তপুরে পদ্মার ডানতীর রক্ষা বাঁধের ৫০০ মিটার নদীগর্ভে বিলীন
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মানদীর ভাঙন অব্যাহত থাকায় পদ্মার ডানতীর রক্ষা বাধের প্রায় ৫০০ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে। ভাংগনের কবলে পড়ে ২০/২৫টি ঘরবাড়ি,মসজিদ নদীতে তলিয়ে গেছে। ভাঙন আতংকে রয়েছে পদ্মাপাড়ের হাজার হাজার লোকজন। শত শত বাড়ি ঘর অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ভাঙন রোধের জন্য ভাংগন কবলিত এলাকায় হাজার হাজার জিও ব্যাগ ও ব্লক ফেলানো হচ্ছে। পানি সম্পদ উপমন্ত্রী , নৌবাহিনীর জেনারেল ম্যানেজার, পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাগন এলাকা পরিদর্শন করেছেন। ভাংগন কবলিত ক্ষতিগ্রস্থদের মাঝে চাল , নগদ টাকা ও শুকনো খাবার বিতরন করা হয়েছে।ভাঙন বন্ধের জন্য দোয়া ও মুনাজাত করা হয়েছে। নিদিষ্ট জায়গায় নদী ড্রেজিং না করাতে তীব্র ¯স্রোতের কারনে আকস্মি ভাংগন দেখা দিয়েছে বলে এলাকাবাসি অভিযোগ করেছে।
সরেজমিন ও উত্তর কেদারপুর গ্রামের আনোয়ার হোসেন জানান,নড়িয়া উপজেলার উত্তর কেদারপুর নামক স্থানে পদ্মানদীর ভাংগন অব্যাহত থাকায় পদ্মার ডানতীর রক্ষা বাধের প্রায় ৫০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে করে গত ২দিনে ২০/২৫টি ঘরবাড়ি,মসজিদ নদীতে তলিয়ে গেছে। ভাংগন আতংকে রয়েছে পদ্মাপাড়ের হাজার হাজার লোকজন। শত শত বাড়ি ঘর অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্থরা হলেন রমিজ বেপারী, তারা বেপারী, হাজি মনির হোসেন,জামাল বেপারী,বাবু বেপারী নজরুল মেম্বার, বাদল , রাজন বেপারী, সুমন ঢালি,আজিজ মোল্যা,বুদ্ধি মোল্যা,মাহবুবুর রহমান ,নুরু বেপারী, ইছব আলী বেপারী, দীল মোহাম্মদ, সিরাজ বেপারী, লিটন বেপারী, সাঈদ বেপারী, এনায়েত খলিফা, কাদের বংশ , খাদিজা আকতার। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ঠিকাদারী প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপের মাধ্যমে গত ২দিনে ৩হাজার জিও ব্যাগ ও ২হাজার ৩৯৪ পিছ ব্লক ডাম্পিং করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আকস্মিক ভাবে ভাংগন শুরু হয়েছে। এখনো ভাংগন অব্যাহত রয়েছে। এলাকাবাসি অভিযোগ করে বলছেন নদী ড্রেজিং যে এলাকা দিয়ে করার কথা ছিল সে স্থানে ড্রেজিং না করার কারনে তীব্র স্রোতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে তীরে আঘাত হানে। এতে করে ডানতীর রক্ষা বাধের কিয়দাংশ ধসে পড়ে ভাংগন শুরু হয়। শনিবার সকাল ৯টায় মুলফৎগঞ্জ মাদ্রাসায় নদী ভাংগন রোধের জন্য দোয়া ও মুনাজাত করা হয়েছে। দোয়া ও মুনাজাতে শরিক হয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম, শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হোসেন অপু,জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা প্রশাসক কাজী আবু তাহের,পুলিশ সুপার আবদুল মোমেন, বাহাদুর পুরের পীর আবদুল্লাহ মোহাম্মদ হাসান, জাতীয় মসজিদ বায়তুল মোর্কারম এর ভারপ্র্প্তা খতিব মাওলানা মিজানুর রহমানসহ স্থানীয় লোকজন অংশ নেয়। এরপর উপমন্ত্রী কেদারপু সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩৬ জনের মধ্যে ৩০ কেজি করে চাল ১২ জনের মধ্যে সাড়ে ৭ হাজার করে টাকা ২৪ জনকে ৫হাজার করে টাকা বিতরন করেন।
পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্বাবধায়নে পানি সম্পদ মন্ত্রনালয় ও পানি উন্নয়ন বোর্ড ৭/৮মাস অক্লান্ত পরিশ্রম করে আমাদের টার্গেট ২৮ লাখ জিওব্যাগ ডাম্পিং অতিক্রম করে ৩৩ লাখ জিও ব্যাগ ডাম্পিং করেছি।প্রাকৃতিক দূর্যোগের কারনে নুতন করে ভাংগন শুরু হয়েছে। ভাংগনের খবর পেয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তাদের নির্দেশ দেয়ার পর সবাই চলে আসে।আমরা সর্বাতœক শক্তি দিয়ে ভাংগন রোধে কাজ করে যাচ্ছি।ক্ষতিগ্রস্থদের প্রতিবেলার খাবার আমরা দিয়ে যাচ্ছি।