লালমনিরহাটে ডেঙ্গু সচেতনতায় মশারী বিতরণ

জেলার আদিতমারী উপজেলার পূর্ব দৈলজোর এলাকায় ডেঙ্গু সচেতনতায় মশারী বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে রোটারী ক্লাব অব লালমনিরহাটের সহায়তায় এ বিতরন কার্যক্রমের আগে হার্ট এ্যাটাক-এ করুনীয় বিষয়ক ‘মাই হার্ট’ নামক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় রোটারী ক্লাব জেলা শাখার সভাপতি ডা: আমিনুর রহমান মিলন, সেক্রেটারী এ্যাড. ইকবাল হোসেন মামুন, ক্লাবের পাষ্ট প্রেসিডেন্ট এ্যাড. ময়জুল ইসলাম ময়েজ, গোলাম রোব্বানী সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।