লালমনিরহাটে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী আটক
জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর এলাকা থেকে সাইফুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে থানা পুলিশ। রোববার রাতে দুর্গাপুরের রাবার ড্যাম এলাকা থেকে তাকে আটক করা হয়। সাইফুল ওই এলাকার নুর হোসেনের পুত্র।
পুলিশ জানায়, রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মিজান ও সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। পরে পুলিশ আত্ম রক্ষার্থে গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী সাইফুলের দুই পায়ে গুলি লাগে। পরে আহত অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিলসহ সাইফুলকে আটক করে পুলিশ। তবে অন্য মাদক ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়।