রূপসায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী
৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গত ৯ সেপ্টেম্বর বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও বেলফুলিয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। খেলাটি গোল শূন্য অবস্থায় শেষ হওয়ায় ট্রাইব্রেকারের মাধ্যমে সমাপ্তি ঘটে। বেলফুলিয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা পরিচালনা করেন আ. রহমান ঢালী, আব্দুল কাদের এবং সাইফুল ইসলাম। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইরিন পারভীন। এ সময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, কৃষ্ণপদ রায়, সরোজ হালদার, আব্দুল্লাহ হেল বাকি, মো. হায়দার আলী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা নকিব উদ্দিন আজাদ, সাংবাদিক ভোলানাথ রায়, আল মাহমুদ প্রিন্স, খান আ. জব্বার শিবলী, শিক্ষক নৃপেন্দ্রনাথ রায়, গোবিন্দ চন্দ্র রায়, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, তরুন কুমার সাহা, শামিম, জাকির হোসেন, হোসাইন কবির সজল প্রমুখ।