রাবি শিক্ষার্থী ফিরোজকে মারধরের ঘটনায় আটক তিন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ফিরোজ আনামকে মারধরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার নগরীর বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়।
এর আগে দুর্বৃত্তের হাতে মারধরের শিকার ফিরোজ বাদী হয়ে মতিহার থানায় হত্যাচেষ্টা মামলা করেন বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, আপাতত আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের আদালতে তোলা হবে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
আটককৃতরা হলেন নগরীর তালাইমারী এলাকার জাহিদ হোসেনের ছেলে রুবেল হোসেন, শিরোইল এলাকার রাকিব আলীর ছেলে রিফাত হোসেন রাকেশ এবং মীর্জাপুর এলাকার খোরশেদের ছেলে পারভেজ।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাতে ছিনতাইকারীদের হাতে মারধরের শিকার হন ফিরোজ। পরে ফিরোজকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কামুক্ত।