যুবলীগ নেতা খালেদ মাহমুদ আটক, ক্যাসিনোয় ঝটিকা অভিযান

রাজধানীর ক্যাসিনোগুলোয় ঝটিকা অভিযান শুরু করেছে র‌্যাব। যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে অবৈধ অস্ত্রসহ তার গুলশানের বাড়ি থেকে আটক করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। গ্রেফতার খালেদ মাহমুদ ভূইয়াকে র‌্যাব হেডকোয়ার্টারে নেয়া হয়েছে।

সূত্র আরো জানায়, চাঁদাবাজির অভিযোগে যুবলীগের বিভিন্ন স্তরের নেতাদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের পর গুলশান ২ নম্বরে ৫৯ নম্বর সড়কে খালেদের বাসা এবং ফকিরাপুলে তার মালিকানাধীন ইয়ংমেনস ক্লাবে অভিযান শুরু করেন র‌্যাব সদস্যরা। ওই ক্লাব থেকে ১৪২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি বলেছেন, তাদের যাচাই-বাছাই করা হচ্ছে।

অভিযানে ২০ লাখ টাকা ও মাদক উদ্ধার করা হয়েছে।