যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক ক্রীড়া-সাহিত্য-সংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
বাগেরহাটের ঐতিহ্যবাহী যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি জয়দেব চক্রবর্তী।
যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডলের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহঃ সাদেকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাদেকুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমেদ, যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, কৃষক দলের সভাপতি আসাবউদ্দৌলা জুয়েল, , বিশিষ্ট ব্যবসায়ী অহিদুজ্জামান রাজা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।