মোরেলগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের পর হত্যার অভিযোগে মামলা, গ্রেফতার ১

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদরাসা ছাত্রী হিরা আক্তারকে(১১) ধর্ষনের পর হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা নাছিমা বেগম বাদি হয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় মোরেলগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। (মামলা নং-৫) পুলিশ এক আসামীকে গ্রেফতার করেছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, মাদরাসা ছাত্রী হিরা আক্তারকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলায় এজাহার নামীয় আসামি ৫জন। এর মধ্যে ফুলহাতা গ্রামের সিদ্দিক সিকদারের ছেলে কলেজ ছাত্র ওসমান সিকদারকে(২৪) গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে পশ্চিম বহরবুনিয়া গ্রামের গাউছ শেখের নীজ বসতঘরে বিবস্ত্র অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায় তার মেয়ে হিরা আক্তারের। খুনিরা হিরার নগ্ন শরীরে লিপিস্টক মেখে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে যায়।
হিরা আক্তার স্থানীয় ছাপড়াখালী গাজীরঘাট দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। পিতা গাউছ শেখও একই মাদরাসার নৈশ প্রহরী।