মোরেলগঞ্জ পৌর শ্রমিকলীগের সভাপতি বহিস্কার

জাতীয় শ্রমিকলীগ বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা শাখার সভাপতি মো. আবুল কালাম খানকে দল থেকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু ও সাধারণ সম্পাদক খান আবু বকর সিদ্দিক দলীয় প্যাডে এ বহিস্কারাদেশ দেন।

এ প্রসংগে জেলা সভাপতি রেজাউর রহমান মন্টু মোবাইল ফোনে বলেন, আবুল কালাম খানের বিরুদ্ধে অনেক আগেই শৃংখলা ভঙ্গের অভিযোগ ছিল। তখন সে মুচলেকা দিলে তাকে সুযোগ দেওয়া হয়। পরে আবারও ধারাবাহিকভাবে একই অপরাধ করায় বুধবার লিখিত নোটিশে তাকে মোরেলগঞ্জ পৌর শ্রমিকলীগের সভাপতির পদসহ সাধারণ সদস্য পদ থেকেও বহিস্কার করা হয়।