মোংলায় ইয়াবা ও দেশী মদসহ আটক ২

মোংলায় ইয়াবা ও দেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার ভোরে রূপসা ঘাট এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃত দুই মাদক ব্যবসায়ী হলেন রাজন রায় (২৭) ও শফিকুল ইসলাম (২৫)। আটক মাদক ব্যবসায়ী রাজন ও শফিকুল দীর্ঘদিন যাবত ওই এলাকায় মাদক বিক্রি করে আসছিল এবং দেশের বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহ করত বলে জানায় কোস্টগার্ড। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক হাজার জরিমানা সহ ছয় মাসের কারা দন্ডাদেশ দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

কোস্টগার্ড বাহিনী সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট হায়াত ইবনে ছিদ্দিক আরো জানান, বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে যেকোন ধরনের সন্ত্রাসী তৎপরতা, বনদস্যু জলদস্যুদের অপতৎপরতা, মাদক ব্যবসায়ীদের নির্মুল করা সহ ও বন্যপ্রাণী পাচারকারী এবং নিধনকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে।