মেশিনে পায়ুপথে বাতাস দিয়ে নির্মমভাবে শিশু হত্যা
বগুড়ার কাহালু উপজেলার আফরিন জুট মিলে আলাল (১২) নামে এক শিশুকে মেশিনের মাধ্যমে তীব্র গতিতে পায়ুপথে বাতাস দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আলাল ওই জুট মিলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতো। সে উপজেলার মোতাহার হোসেনের ছেলে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।