ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ১৭ জনের

ভারতের পাঞ্জাবের গুরদাসপুর জেলার বাটালায় অবস্থিত একটি আতশবাজির কারখানায় বড় ধরনের বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পাঞ্জাব পুলিশ।

বুধাবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে বিধ্বস্ত ভবনটির ধ্বংসাবশেষের ভেতরে আটকে থাকা মানুষদেরকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

উদ্ধারকাজ পরিচালনায় মোতায়েন করা হয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এডিআরএফ) সদস্যদেরকে।

এছাড়া গুরদাসপুর জেলার জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তারা এবং পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং টুইটারে এই বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক জানিয়ে বলেন, ডিসি ও এসএসপির নেতৃত্বে উদ্ধার অভিযান চলছে।

একাধিক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় একটি বিয়ের অনুষ্ঠানের জন্য আতশবাজি তৈরি করা হচ্ছিল কারখানাটিতে।