বিয়ের আশ্বাসে যৌন নিপিড়নের অভিযোগে ছাত্রলীগ সম্পাদক আটক

বিয়ের আশ্বাস দিয়ে যৌন নিপীড়নের অভিযোগে চাঁদপুরে শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের শংকুরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

মো. সোহেল হোসেন শাহরাস্তি উপজেলার পৌর সেনগাঁও এলাকার আহসান উল্লাহর ছেলে।

এদিকে নির্যাতিত ওই তরুণীকে মেডিকেল টেস্টের জন্য বুধবার চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম এলএলবি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোহেলের বিরুদ্ধে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের শংকুরপুর গ্রামের ওই তরুণীর বাবা তাজুল ইসলাম নিপীড়নের দায়ে মামলা করেছেন।

তিনি মামলায় অভিযোগ করেন, দীর্ঘদিন সোহেল তার মেয়েকে বিয়ের আশ্বাসে বিভিন্ন সময় যৌন নিপীড়ন করেন। পরে বিয়ের কথা বললে সোহেল তা অস্বীকার করে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন।

সোহেলের বিরুদ্ধে নিপীড়নের দায়ে মামলা করা হয়েছে। সোহেলকে আটক করা হয়েছে। নির্যাতিত তরুণীর মেডিকেল টেস্টের জন্য বুধবার চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।