বিএনপির মৃত্যু হয়ে গেছে আর জামায়াতের কবর হয়ে গেছে : আব্দুর রহমান

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, যারা আন্দোলন করে সরকার পতনের করার কথা ভাবেন তাদেকে শেষ বারের মত উচ্চারণ করি, যেই বিএনপির মৃত্যু হয়ে গেছে, যেই জামায়াত রাজাকারদের বাংলার মাটিতে করব হয়েগেছে। সেই অশুভ রাজনৈতিক শক্তি বাংলার মাটিতে আর কোন দিন মাথাছাড়া দিয়ে উঠবে না। এবং তাদের সর্বশেষ মূল উৎপাদন করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবো আর কখননো তাদের এদেশে উঠে দাড়াতে দেব না। রোববার বিকালে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরপার্ক অডিটরিয়মে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে কাজ করা হচ্ছে। মাদক ও জঙ্গীবাদসহ যে কোন অশুভ শক্তিকে আওয়ামী লীগ সাংগঠনিক শক্তি দিয়ে মোকাবেলা করবে।’

দুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন এমপি। প্রধান বক্তা ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জাামান টুকু।

উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. আমিরুল আলম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, আ.লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও সদস্য অ্যাড. রিয়াজুল কবির কাওসার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, পৌরসভা মেয়র মনিরুল হক তালুকদার ও চেয়ারম্যান মাহমুদ আলী।

সম্মেলনের দ্বিতীয়ার্ধে ১৬ বছরের পুরানো কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব নেওয়া হয়। পরে নেতৃবৃন্দ রুদ্ধদ্বার বৈঠক শেষে সাবেক কমিটি বহাল রাখার ঘোষণা দেন।
অ্যাড. আমিরুল আলম মিলন ও এম এমদাদুল হক পরবর্তী ৩ বছরের জন্য আবারও সভাপতি, সাধারণ সম্পাদক মনোনীত হন।