বাগেরাহটে সাতদফা দাবীতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

বাগেরহাটে স্বীকৃতি ও এমপিও ভুক্তিসহ সাতদফা দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার সকালে প্রতিবন্ধী শিক্ষক সমিতির উদ্যোগে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার আহবায়ক শেখ কামরুজ্জামান, সদস্য সচিব শেখ সোহেল রানা, ইবনে সিনা, ওবায়দুর রহমান, মো: হেমায়েত উদ্দীন, আসাদুজ্জামান পলাশ, রাবেয়া আক্তার, মো. হাসিবার রহমান, নাজমা সুলতানা প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৭ দফা সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়।

বক্তারা বলেন, সরকার প্রতিবন্ধিতা সম্পর্কিত সম্বন্বিত বিশেষ শিক্ষ নীতিমালা গেজেট আকারে প্রকাশ করেছে। কিছু প্রতিবন্ধীবান্ধব মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী বিদ্যালয় গড়ে তুলেছেন। এসব প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়ে সরকার সেবাদানকারী শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহবান জানান।