বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম
বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনেই ঘোড়া প্রতীক লড়বেন সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম। বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৩ এই তিন আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। বুধবার বাগেরহাট জেলা রির্টানিং কর্মকর্তার কাছ থেকে ঘোড়া প্রতীক গ্রহন করেন তিনি।
ইতিমধ্যে জেলার রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তার সমর্থকেরা প্রস্তুতি সভা, গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম করেছেন।
সাবেক সংসদ সদস্য হিসেবে তার সময়কালে বাগেরহাটে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে তার ভূমিকার কথা স্মরণ করছেন স্থানীয়রা। পাশাপাশি সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান হিসেবে শিল্প ও ব্যবসা খাতে তার অবদান তাকে একটি পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এমএএইচ সেলিম বলেন, “আমি দীর্ঘদিন ধরে বাগেরহাটের মানুষের সঙ্গে আছি। মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনা খুব কাছ থেকে দেখেছি। বাগেরহাটকে একটি আধুনিক, শিল্পসমৃদ্ধ ও কর্মসংস্থানমুখী জেলা হিসেবে গড়ে তুলতেই আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাগেরহাটের তিনটি আসনেই ঘোড়া প্রতীক নিয়ে এমএএইচ সেলিমের প্রার্থিতা আসন্ন নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে তরুণ ভোটার ও ব্যবসায়ী শ্রেণির মধ্যে তার প্রতি ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে সাধারণ ভোটারদের অনেকেই মনে করছেন, অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা ও উন্নয়ন ভাবনার সমন্বয় থাকলে এমএএইচ সেলিম বাগেরহাটের রাজনীতিতে একটি কার্যকর ভূমিকা রাখতে পারবেন। সব মিলিয়ে তার এই তিনটি আসনের নির্বাচনকে ঘিরে বাগেরহাটের রাজনৈতিক মাঠে বাড়তি উত্তাপ ও কৌতূহল তৈরি হয়েছে।