বাগেরহাটে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাগেরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাসাবাটি কেবি মৎস্য বাজারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ-সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান।
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানুজি নাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জামান, বাগেরহাট চেম্বারের সহ-সভাপতি সরদার ওমর ফারুক, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট জেলা পরিষদের সদস্য শরিফা খানম, পৌর কাউন্সিলর ও তাঁতী লীগের সভাপতি আলহাজ¦ বাকী তালুকদার, সরদার শামীম আহসান, শরিফা আক্তার ¯^প্না, জেলা শ্রমিক লীগের সাধারন সভাপতি রেজাউর রহমান মন্টু প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। দলের ভিতর কোন কুচক্রীমহল যাতে ঢুকে পড়তে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
এর আগে অতিথিবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে কাউন্সিলরদের ভোটে এ্যাড. মোস্তাগাউছুল হক সভাপতি এবং মাসুম শেখ সাধারন সম্পাদক নির্বাচিত হন।