বাগেরহাটে মানব পাচার প্রতিরোধ ও দমন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে মানব পাচার (শিশু) প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে জেলা পর্যায়ে ক্ষুদ্র ঋন সেবা প্রদানকারী সংগঠনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা ইনসিডিন বাংলাদেশ আয়োজনে উদয়ন বাংলাদেশের সহয়োগীতায় মঙ্গলবার দুপুরে শহরের খারদ্বার উদয়ন বাংলাদেশ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মানবপাচার বিষয়ে গবেষনা মুলক প্রতিবেদন উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের সমন্বয়কারী অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম।
উদয়ন বাংলাদেশের উপদেষ্টা শংকর কুমার দাসের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় মানব পাচার প্রতিরোধে সর্বমহলে সচেতনতা বাড়ানো, প্রচলিত আইনের যথাযত প্রযোগ, স্বল্প সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করাস নানা পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন দৈনিক সংবাদের রিপোর্টার আজাদুল হক, সময় টেলিভিশনের এম আলী আকবর টুটুল, আরটিভির এস এম সামছুুর রহমান, ওয়াদা এনজিওর প্রধান নিলুফা আক্তার ইতি, সিএসএস এর মোনায়েম খান, ক্ষুদ্র ঋন কর্মসুচীর কাকলি সরকার, কামাল হোসেন, নন্দিতা পাল, আনন্দ মোহন বৈদ্য প্রমুখ।