বাগেরহাটে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

বাগেরহাটে মাদকাসক্ত ছেলের হাতে বৃদ্ধ মা রাবেয়া মল্লিক (৬০)খুন হয়েছে। রোববার সকালে বাগেরহাট শহরের পশ্চিম বাসাবাটি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতের শরিরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘাতক ছেলে রাসেল মোল্লা ওরফে শুকুরকে (৩৬) আটক করেছে। রাসেল মোল্লা শাজাহান মোল্লার ছেলে। শাজাহান মোল্লা খুলনায় বসবাস করেন। খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসি জানান, নিহত রাবেয়া মল্লিকের প্রথম পক্ষের সন্তান রাসেল মোল্লা। ওই পক্ষের আরো ৩টি কন্যা সন্তার রয়েছে। তারা বিবাহিত। তাদের পিতার সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে রাবেয়া মল্লিকের হারুনর রশিদ বুলু নামে একজনের সাথে বিয়ে হয়ে। দ্বিতীয় পক্ষের স্বামী মারা যাওয়ার পর পিতার বাড়িতে একমাত্র ছেলে রাসেল মোল্লাকে নিয়ে বসবাস করে আসছিলেন এই বৃদ্ধা। রাসেল ২০ বছর ধরে নেশাগ্রস্থ ছিল। ঘটনার দিন সকালে পাশের একটি দোকান থেকে চা এনে ছেলেকে খাওয়ার তিনি। এরপর এই হত্যা কান্ডের ঘটনা ঘটে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, শহরের বাসাবাটি এলাকায় নেশাগ্রস্থ সন্তান রাসেল মাকে হত্যা করেছে। স্থানীয়দের সাথে কথা বলে প্রাথামিক ভাবে ধারণ করা হচ্ছে মোবাইল কিনে না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ছেলে মাকে হত্যা করেছে। পুলিশ ঘাতক ছেলেকে আটক ও নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালণ মর্গে প্রেরণ করেছে।

ভিডিও দেখুন