বাগেরহাটে বিশ্ব শিশু দিবস পালিত
“আজকের শিশু আনবে আলো, বিশ^টাকে রাখবে ভালো”- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। বাগেরহাট জেলা শিশু একাডেমীর আয়োজনে সোমবার সকালে দিবসটি উপলক্ষে শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়।
পরে সেখানে শিশুদের উদ্যেশে বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসাদুর রহমান, শিক্ষাবীদ মুখার্জী রবিন্দ্রনাথ, নির্বাহী ম্যাজিট্রেট রাহাতুজ্জামান, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা শামীমা আক্তার, সাংবাদিক আজমল হোসেন, মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল হক প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অবিভাবক, সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।