বাগেরহাটে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন চলছে

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাগেরহাট জেলা শাখার নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।বাগেরহাট প্রেসক্লাব অডিটরিয়ামে শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই নির্বাচন চলবে বিকাল ৪ টা পর্যন্ত।বিপুল সংখ্যা পুলিশ ও আনছার সদস্যরা শান্তি-শৃংখলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন। এবারের নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্বন্ধীতা করছে। নাইম-মুনছুর-বনি-মাসুদ পরিষদের বিপরিতে লড়ছে বিপু-শাহিন-ইমরুল-পলাশ পরিষদ। বাগেহাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আব্দুল বাকী তালুকদার নির্বাচন কমিশন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, শান্তিপূর্ন ও উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাগেরহাট জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকলের সহযোগীতায় ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।

জেলার বিভিন্ন উপজেলার ৯৩ জন ভোটার ৮টি পদের বিপরীতে প্রত্যেকে ১৮টি করে ভোট প্রয়োগ করবেন।