বাগেরহাটে পরিবার পরিকল্পনা সেবার মান বিষয়ে সভা অনুষ্ঠিত

বাগেরহাটে পরিবার পরিকল্পনা সেবার মান শক্তিশালী করণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। মেরী স্টোপস বাংলাদেশের সহযোগীতায় সুশীলনের আয়োজনে রোববার সকালে বাগেরহাট শহরতলীর দরিতালুক এলাকার কোডেক ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলার পরিষদের ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, মেরী স্টোপসের এ্যাডভোকেসী এন্ড কমুনেকেশন অফিসার তনুশ্রী মানজী, সুশীলনের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, টীম এসোসিয়েটের সিইও পুলক রাহা, খুলনা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মল্লিক সুধাংসু, পিরোজপুরের কথার নির্বাহী সম্পাদক খেলাফত হোসেন খসরু, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, সুশীলনের প্রোগ্রাম অফিসার মুজাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল ইসলাম, টীম এসোসিয়েটের মিনহাজুল আবেদীন প্রমুখ।
বক্তরা, পরিকল্পনা সেবার মান বৃদ্ধির জন্য নানামূখী পরিকল্পনা গ্রহনের বিষয়ে আলোচনা করেন।

সভায় বাগেরহাট, পিরোজপুর ও বরিশালের পরিবার পরিকল্পনা বিষয়ক ওয়ার্কিং কমিটির সদস্যরা অংশগ্রহন করেন।