বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত
“আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে ফকিরহাট উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয়।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধা অতিথি ছিলেন, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শাহানাজ পারভীনের সভাপত্বি এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাছরুল মিল্লাত, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার শিকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলদার হোসেন, খাদ্য নিয়ন্ত্রক ফাহমীদা পারভীন বানু, কৃষি সম্প্রসারন কর্মকর্তা তন্ময় দত্ত, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোলাইমান মন্ডল, বিপ্লব দাস, প্রদীপ মন্ডল, নীল রতন রায় প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষকদের মাঝে যথা সময়ে সার,কিটনাশক, বীজ,ট্রাক্টর সরবরাহ করে কৃষি বিভাগে ব্যাপক সফলতা অর্জন করেছে। ফলে দেশের খাদ্য শষ্য চাহিদা মিটিয়ে আজ বিদেশে রপ্তানী করছেন।
পরে অতিথি অতিথিবৃন্দ বিভিন্ন খাদ্যের স্টল পরিদর্শন করেন।
এর আগে অতিথিবৃন্দ জাতীয় ইঁদুর নিধন অভিযানের র্যালী ও আলোচনা সভায় অংশ নেন এবং কৃষকদের মাঝে বিষটোপ বিতরণ করেন।