বাগেরহাটে তাঁতীলীগ নেতাকে পিটিয়ে আহত

বাগেরহাটে পূর্ব শত্রুতার জেরে খান রুবেল (৩৫) নামের এক তাঁতী লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দূর্বৃত্তরা। আহত খান রুবেলকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুবেল সদর উপজেলার চাপাতলা গ্রামের খান লিয়াকত হোসেনের ছেলে এবং যাত্রাপুর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি খান রুবেল সাংবাদিকদের জানান, শুক্রবার যাত্রাপুর বাজার সংলগ্ন ব্রিজের উপর পৌছালে টিপু শেখ, বাবলু শেখসহ ৭-৮ জন লোহার রড, লাঠি সোটা দিয়ে এলোপাথারি ভাবে তাকে মারধর করে। এ ঘটনায় তিনি বাগেরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বলেন, অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে তাঁতীলীগ নেতা আহত হওয়ার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছে জেলা তাঁতীলীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল বাকীসহ নেতৃবৃন্দ।