বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময়
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম। শুক্রবার রাতে শহরের পুরাতন বাজারস্থ নিজ বাড়িতে তিনি এই মতবিনিময় করেন।
এসময়, বিএনপি নেতা সোহেল রানা, গুলশান থানা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ইমরান শাওনসহ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম দীর্ঘদিন বাগেরহাট জেলা বিএনপির সভাপতি ছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাগেরহাট-২ আসনে সংসদ সদস্য ছিলেন। সংসদ সদস্য থাকাকালীন বাগেরহাট-কচুয়ার পাশাপাশি জেলাজুড়ে ব্যাপক উন্নয়ন কাজ করেন। যার কারণে জেলা জুড়ে তার জনপ্রিয়তা রয়েছে। স্থানীয় ভোটারদের অনুরোধেই তিনি তিনটি আসনে নির্বাচন করছেন।
বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম বলেন, বাগেরহাটের মানুষের সেবা করার জন্যই তিনটি আসনে নির্বাচন করছি। ভোটাররা আমাকে চায়, তাই আমি নির্বাচন করছি। ইনশাআল্লাহ ঘোড়া মার্কার বিজয় হবে।