বাগেরহাট ষাটগম্বুজ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের আনন্দ র্যালী
প্রতিষ্ঠার দীর্ঘ ২০ বছর পর বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাটগম্বুজ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ এমপিও ভুক্ত হওয়ায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাগেরহাট ২ আসনের এমপি শেখ তন্ময়কে অভিন্দন জানিয়ে আনন্দ র্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের সম্বন্নয়ে একটি আনন্দ র্যালী র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে কলেজ মিলানায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজ পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য অধ্যাপক আনসার উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, প্রতিষ্ঠাকালিন সদস্য মোঃ বেলায়েতুল হক, আলহাজ¦ হারুন অর রশিদ, বিএনসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমি মন্ডল, কলেজের অধ্যক্ষ শেখ মোঃ জাহিদুর রহমান, মোঃ ইউনুছ আলী, খন্দকার আবু জাফর, মোঃ জালাল উদ্দিন ও কলেজের ২য় বর্ষের ছাত্র শেখ ফাহিম আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের শিক্ষক এম মুনইম।
আলোচকরা বলেন, ষাটগুম্বুজ মসজিদকে কেন্দ্র করে আমাদের এ ইউনিয়নের নাম দেশ বিদেশে পরিচিত। অথচ, এ ইউনিয়নে কোন কলেজ নাই। তাই এলাকাবাসী ও শিক্ষানুরাগীদের সার্বিক সহযোগীতায় ২০০০ সালে এই কারিগরি কলেজটি প্রতিষ্ঠা করে বাড়ী বাড়ী গিয়ে ছাত্র-ছাত্রী সংগ্রহ করতে হয়েছে। কলেজের শিক্ষক ও পরিচালনা পর্ষদের আন্তরিকতায় কলেজটিতে এখন ছাত্র-ছাত্রী ভর্তি করতে বাড়ী বাড়ী যাওয়া লাগেনা। পরিক্ষার ফলাফল দেখে এখন স্বেচ্ছায় এ কলেজে কোটা নির্ধারিত শিক্ষার্থী ভর্তি হয়। বিগত সময়ে কলেজটি এমপিও ভুক্ত করার চেষ্টা করে সকলেই ব্যর্থ হয়েছে। এক পর্যায়ে ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শেখ আক্তারুজ্জামান বাচ্চুসহ সকলের সহযোগীতায় বাগেরহাট- ২ আসনের বর্তমান এমপি শেখ তন্ময়ের প্রচেষ্টায় বর্তমান শিক্ষাবান্ধন সরকার এ কলেজটি এমপিওভুক্ত করেছেন।
পরে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়।