বর্তমান সরকারের সময় শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হয়েছে -ডাঃ মোজাম্মেল

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন বলেছেন, বর্তমান সরকারের সময় শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হয়েছে। আগে যেখানে শ্রমিকের মুজুরী ছিল ১শ টাকা, এখন সেখানে ৫শ থেকে ১ হাজার টাকা। এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলে ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শনিবার বিকালে শহরের রেলরোড এলাকায় জাতীয় শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী, কেক কাটা, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খান আবু বক্কার সিদ্দিকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দীন, সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, যুগ্ম-সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক আহাদ উদ্দীন হায়দার, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাড. মিলন ব্যানার্জী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া নিপু প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ৫০ পাউন্ডের কেক কাটেন। র‌্যালীতে বাগেরহাটের বিভিন্ন উপজেলা থেকে আসা আওয়ামী লীগ ও শ্রমিক নেতাকমীরা অংশ নেন।