প্রযুক্তির সঠিক ব্যবহারে দেশকে বেকারমুক্ত করা সম্ভব : শাহাদাত হোসেন শাহীন
সেল্ফটেক গ্রুপের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন শাহীন বলেছেন, প্রযুক্তির সঠিক ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা গেলে বাংলাদেশকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব। তিনি বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। যে জাতি যত বেশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারবে, সে জাতি তত বেশি এগিয়ে যাবে। এই লক্ষ্যকে সামনে রেখেই সেল্ফটেক গ্রুপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
রোববার বিকেলে সেল্ফটেক গ্রুপের প্রধান কার্যালয়ে এসটিজির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান শাহাদাত হোসেন শাহীন আরও বলেন, “আমাদের তরুণ সমাজকে শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। তথ্যপ্রযুক্তি, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, সফটওয়্যার ও আইটি-ভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা নিজেরাই কর্মসংস্থান তৈরি করতে পারে এবং অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারে।”

তিনি বলেন, সেল্ফটেক গ্রুপের লক্ষ্য শুধু একটি প্রতিষ্ঠান গড়ে তোলা নয়, বরং দক্ষ, নৈতিক ও প্রযুক্তি-দক্ষ মানবসম্পদ তৈরি করা। এজন্য নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন কর্মশালা ও বাস্তবমুখী শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এসব প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে কর্মকর্তারা আধুনিক ব্যবস্থাপনা, নেতৃত্ব বিকাশ, প্রযুক্তি ব্যবহারের কৌশল ও পেশাগত দক্ষতা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন, যা তাদের কর্মক্ষেত্রে আরও দক্ষ করে তুলবে।
সমাপনী অনুষ্ঠানে কর্মকর্তাদের হাতে সম্মননা।স্মারক তুলে দেন প্রধান অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সেল্ফটেক গ্রুপের ডিরেক্টর রবিউল হোসেন শামীম, অফিশয়াল এক্সিকিউটিভ রানা বড়ুয়া, জয়রাজ শিমুল, মো: আল-মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দুইদিনের এই প্রশিক্ষণ কমশালায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা অর্ধশতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।