প্রথম চুমুর অভিজ্ঞতা জানালেন কঙ্গনা

খোলামেলা আলোচনায় ‘স্বাভাবিক’ খ্যাতি পাওয়া বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত এবার নিজের প্রথম চুমুর অভিজ্ঞতা শেয়ার করেছেন। ইন্ডিয়া টুডের একটি অনুষ্ঠানে এসে নায়িকা জানান, সেদিনের ঘটনা খুব ‘অগোছালো’ ছিল।

কঙ্গনা হাজির হন ‘নেভার সে ডাই’ নামক একটি অনুষ্ঠানে। সেখানে নিজের স্লটে প্রথম জীবনের দুটি প্রেমের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

কঙ্গনা বলেন, ‘একটা পাঞ্জাবি ছেলের সঙ্গে প্রথম প্রেম হয়। তখন আমার বয়স ১৭-১৮। ছেলেটি দেখতে ভারি সুন্দর ছিল। তার বয়স ওই সময় ২৮। সে আমাকে ছোট বলত। আমি বলতাম, সুযোগ দাও ঠিকই বেড়ে উঠব।’

‘আমি ওকে চুমু খেতে পারতাম না। তাই নিজের হাতে প্র্যাকটিস করতাম। প্রথম চুমু মোটেও জাদুকরী ছিল না। একদম অগোছালো। মুখ ফ্রিজ হয়ে গিয়েছিল। নড়তেই পারছিলাম না।’

কঙ্গনা জানান, এই সম্পর্কের আগে এক শিক্ষককে ভালোবাসেন তিনি। ওই সময় নবম শ্রেণিতে পড়তেন।