নড়াইলে ১০ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষির্কী উদযাপন উপলক্ষে গাছ লাগাও পরিবেশ বাঁচাও’ বাস্তবায়ন এবং ক্লিন নড়াইল গ্রিন নড়াইল’ কর্মসুচি জোরদার করণে নড়াইল জেলায় ১০ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা আনুষ্ঠানিকভাবে এ কর্মসুচির উদ্ধোধন করেন। এর আগে শহরে একটি র্যালী বের করা হয়। র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। উদ্বোধন শেষে বিভিন্ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বৃক্ষের চারা তুলে দেন প্রধান অতিথি। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) কাজী মাহবুবুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান হোসেন,গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান হাবিব, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মচারি,এনজিও প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। একই সাথে জেলার তিনটি উপজেলার বিভিন্ন সরকারি -বে-সরকারি প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালিত হয়।