নড়াইলে সাংবাদিকদের সাথে মাশরাফি বিন মর্তুজা এমপি’র মতবিনিময়

নড়াইলে ইকোনোমিক জোন, প্রধানমন্ত্রীর বিশেষ হাসপাতাল নির্মান,পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান গড়ার জন্য যে,জমি প্রয়োজন তা পাওয়া নিয়ে সব চেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে। এ সমস্যার জন্য নড়াইলের উন্নয়ন অনেকটা বাধাগ্রস্থ হচ্ছে বলে দাবি করলেন নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। তিনি রবিবার বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ সমস্যা কথা তুলে ধরেন। মাশরাফি বিন মর্তুজাসংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম নড়াইলে সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় করলেন।

নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে শুরুতে নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজা ফুল দিয়ে বরণ করে নেন নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকরা । পরে নড়াইলের কৃতি সন্তান বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ককে ক্রেস্ট প্রদান করে প্রেসক্লাবের পক্ষ থেকে । এ সময় নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম,সাংবাদিক আলমঙ্গীর সিদ্দির্কী, কার্তিক দাস,মীর্জা নজরুল ইসলামসহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মাশরাফি বিন মর্তুজা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন এলাকায় ১২টি বিশেষ হাসপাতাল নির্মানের পরিকল্পনা করেছেন। এ ১২টি হাসপাতালের মধ্যে নড়াইল জেলায় একটি নির্মান হবে। এ হাসপাতালগুলিতে রোগীরা সকল প্রকার চিকিৎসা বিনা টাকায় পাবেন। নড়াইলের নদী ভাঙ্গন রোধ প্রকল্প, জেলার প্রতিটি গ্রামে শতভাত বিদ্যুৎ নিশ্চিত করা,গ্রামে প্রতিটি রাস্তা সরকারী নিয়মের আওতায় এনে পাঁকা করণ করা , পাশাপাশি চিত্রা নদী দখল ও দুষন মুক্ত করে চিত্রাকে তার পুর্বের অবস্থায় ফিরিয়ে আনাসহ চিত্রা নদীর ২০ কিলোমিটার এলাকা ডেজিং করা হবে। এ ছাড়া নড়াইলকে পরিকল্পিত ভাবে গড়ে তুলতে মাস্টার প্লান করা হয়েছে। তিনি বলেন, অনেক প্রতিষ্ঠানের জন্য আমাদের জমির প্রয়োজন যা পাওয়া যাচ্ছে না। নড়াইলের উন্নয়ন একার পক্ষে করা সম্ভব নয়। সকলের সহযোগিতার মধ্যদিয়ে নড়াইলকে সুন্দর বাসযোগ্য করে তোলা সম্ভব।