নড়াইলে ইউপি চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
নড়াইলের নড়াগাতি থানার জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দীন চৌধুরীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য ও এলাকাবাসীর আয়োজনে মঙ্গলবার বেলা ১১টার দিকে নড়াগাতি থানা সড়কে । মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইউপি সদস্য মাসুদ রানা, লস্কর ফিরোজ আহম্মেদ, শাহীন চৌধুরী ও মোশারফ হোসেন।
বক্তারা বলেন, চেয়ারম্যান আলাউদ্দীন চৌধুরী পরিষদে সভা না করে নিজের ইচ্ছানুযায়ী সব সিদ্ধান্ত নিয়ে থাকেন। বিধবা ভাতা, দুস্থভাতাসহ ২০১৫-১৬ এবং ২০১৭-১৮ অর্থবছরে এলজিএসপির আটটি প্রকল্পের কাজ না করে ৮ লাখ ৬৯ হাজার টাকা আত্মসাত করেছেন। তার দুর্নীতি ও অনিয়মরোধে ইতোমধ্যে (১৫ সেপ্টেম্বর) অনাস্থা জ্ঞাপন করে জেলা প্রশাসক ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমরা আবেদন করেছি। আমরা তার অপসারণ দাবি করছি।
এ বিষয়ে চেয়ারম্যান আলাউদ্দীন চৌধুরী বলেন, সদস্যদের নামে বরাদ্দকৃত প্রকল্পের কাজ তদারকি করায় তারা আমার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে অনাস্থা দিয়েছেন।
এ ব্যাপারে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা বলেন, জয়নগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষদের নয়টি ওয়ার্ডের সদস্যদের অনাস্থা জ্ঞাপনের আবেদনপত্র পেয়েছি। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে